চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দূর্ঘটনায় জাহিদ হাসান রিয়াজ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।নিহত রিয়াজ দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে ও উথলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। বুধবার(২১ জুন) বেলা ১২ টায় জীবননগর উপজেলার সন্তোসপুর বাসস্ট্যান্ডের নিকট এই দূর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষ সূত্রে জানাযায়, বুধবার বেলা ১২ টার দিকে মোটরসাইকেল নিয়ে দর্শনা থেকে  খালার বাড়ি কাশিপুর যাচ্ছিলেন রিয়াজ। যাওয়ার পথে আন্দুলবাড়ীয়া সড়কে সন্তোসপুর  বাসস্ট্যান্ডের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।