আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জীবননগর উপজেলার  উথলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকালে উথলী ডিগ্রি কলেজ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো.আব্দুল লতিফ অমল। 

উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ।এছাড়াও অনুষ্ঠানে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ,৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রস্তুতি সভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে নানা সিদ্ধান্ত গ্রহন করে উথলী ইউনিয়ন আওয়ামী লীগ।