এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জুন)/২৩ ইং  সকাল ১০ টায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পবিত্র  ঈদ- উল - আযহা  উপলক্ষে  গরীব, হত দরিদ্র, অসহায়দের মাঝে ঈদ উপহার স্বরপ, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের মোট ১,৭৬৭ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ  সকাল ১০ টায়  ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ  চত্বরে এই ঈদ উপহার বিতরণ করেন ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ক্ষুধা হবে নিরুদ্দেশ, একটি মানুষও না খেয়ে মারা যাবেনা এমনকি একটিদিনও অভুক্ত থাকবেনা, আমরা আওয়ামী পরিবার সবসময় ছিন্নমূল মানুষদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

এছাড়াও এসময়  উপস্থিত ছিলেন ইউ পি সচিব মোঃ কুদরত  ই এলাহী, হিসাব সহকারি কাম- কম্পিউটার  অপারেটর মোঃ নাহিদ হাসান, ইউ পি সদস্য শ্রী সুদেব ঘোষ, মোঃ মহসিন আলী, মনি জুলফিকার, আবু তাহের  আলী, আলী মর্তুজা কিনা, হামিদুল ইসলাম, মহিউদ্দিন তালুকদার, মোখলেছুর রহমান মহিলা সদস্যা সবিতা বেগম, নাজমা বেগম লবানী, রিনা বেগম, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক, সাংবাদিক শফিকুল  ইসলাম  সোহেল , ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, মুক্তার আলী , কাজল, ওমর ফারুক, রাজু আহমেদ  সহ এলাকার বেশ গন‍্যমান‍্য বাক্তিবর্গ।ব‍‍াস্তবায়নেঃ দৃর্যোগ ব‍্যবস্হপনা অধিদপ্তর ও ত্রাণ  মন্ত্রণালয়। আয়োজনেঃ ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ।