মোহাম্মদ আবদুল্লাহ, জীবননগর থেকে: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর এর গর্ভধারিণী মা শখের বানু(৮৪) ইন্তেকাল করেছেন।গতকাল রাত সোয়া ১১ টায় দর্শনায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি। রাতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোকবার্তা জানান।পরে বুধবার সকাল ১১ টায় দামুড়হুদা উপজেলায় গ্রামের বাড়ি রঘুনাথ পুর ঈদগাদ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর,চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু,চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সা.সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌর মেয়র হাবিবুর রহমান প্রমূখ।
এছাড়াও জানাযা নামাজে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।