এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভায় আজ ২১ জুন সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহন সম্পর্ন হয় ইভিএম মিশনে।আইন শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের উপস্হিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনী মেয়র প্রাথী হিসাবে ৬ জন প্রতিদ্বন্দিতা করেন।
৬ জন প্রাথীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আব্দুল জলিল খন্দকার জগ প্রতীকে ৬৯২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রাথী হলেন মোঃ আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীক প্রাপ্ত ভোট ২৯২৪ ভোট।
স্বতন্ত প্রার্থী আবু হোসেন সরকারের প্রাপ্ত ভোট ১৫৬৩, জাতীয় পাটির এস এম সাঈদ ভোট পেয়েছেন ৪৯২, স্বতন্ত প্রার্থী মোছাঃ আউলিয়া খন্দকার ভোট পেয়েছেন ১৮৩,মাও কামরুল ইসলাম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ১৩৯ ভোট। মোট ৯ কেন্দ্রে ভোট গ্রহন করা হয়,ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।