সাইফুর রহমান ওসমানী জিতু , লস এন্জেলেস
আগামী ৮ই ফেব্রুয়ারী, ২০২৫ রিভারসাইড অন্চল এলাকার ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন ( আইএমএলডিসি) আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালন করার সিদ্ধান্ত গ্রহন করেছে । অনুষ্ঠানে উল্ল্যেখযোগ্য আকর্ষনের মধ্যে রয়েছে, বড় পর্দায় প্রদর্শিত হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই প্রথম ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পুরস্কার প্রদান এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন ( আইএমএলডিসি)’র নতুন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক শপথ গ্রহন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থাকবেন, ওয়াশিংটন ডিসি থেকে আগত ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। অনুষ্ঠান বিকেল ৪:৩০ মিনিট থেকে রাত ১০ পর্যন্ত্য চলবে। কোন ধরনের প্রবেশ মূল্য নেই এবং ফ্রি পার্কিং’র ব্যবস্হা রয়েছে।