নিউইয়র্ক (ইউএনএ): মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র ২০২৫-২০২৭ সালের আসন্ন নির্বাচন ঘিরে ‘খসরু- সুয়েব’ প্যানেল ঘোষণা করা হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত এক সভায় এই প্যানেলের সভাপতি পদে টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে সভাপতি এবং সংগঠনের অন্যতম সদস্য মঈনুর রহমান সুহেবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্নাঙ্গ প্যানেল পরবর্তীতে ঘোষণা করা হবে। খবর ইউএনএ’র। বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল ঘোষণা সভায় কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সংগঠনের সাবেক সভাপতি মোশাহিদ জে রাশেদ, উপদেষ্টা শফি চৌধুরী, সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ধলা মিয়া, মর্তুজ আলী, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, ইমরুল জেবুর, আতাফ হোসেন, ভাটেরা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার, ফারুক মিয়া, ওলিউর রহমান, মঞ্জুরুল ইসলাম মিসবাহ উদ্দিন এনাম, ফরহাদ লিটু, তসিফ আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সভায় ‘খসরু-সুয়েব’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল উদ্দিন লিটন, আলতাফ হোসেন, হারুনুর রশীদ তালুকদার ও ফরহাদুল ইসলাম লিটু। এদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ-কে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ইতিমধ্যেই কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন- ২০২৫ ‘খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ এএম

প্রবাস রিলেটেড নিউজ

আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) নতুন কমিটির যাত্রা

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম -এর নিউইয়র্কস্থ সোনালী এক্সচেঞ্জ পরিদর্শন
.png)
ফোবানার বিলুপ্ত কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি ফোবানা থেকে বহিষ্কার, ফোবানা সম্মেলন এখন লস এঞ্জেলেসে, শীকাগোর সম্মেলন বাতিল

নিউ ইয়র্কের সাহিত্য একাডেমীর প্রানবন্ত আয়োজন

এবিসিএসসিও’র পারিবারিক মিলন মেলা’য় বক্তারা ‘অড জব থেকে বেরিয়ে মূলধারা’র চাকুরিতে সম্পৃক্ত হওয়ার আহবান

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্সিয়াল বিতর্ক মধ্যপ্রাচ্য সংকট এড়িয়ে গেলেন ওয়ালজ ও ভ্যান্স

বায়োস্কোপ-এর অনুষ্ঠান হয়ে নুরান নবী ভাইজানের ছেলের বিয়ের রাজকীয়, স্মরনীয় সম্বর্ধনায় --আকবর হায়দার কিরন

GOVERNOR HOCHUL ANNOUNCES $33.6 MILLION BRIDGE REPLACEMENT PROJECT ALONG U.S. ROUTE 11 NOW IN PROGRESS