গেলো ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার দুপুর ১টায় নিউয়র্কের বাংলাদেশীদের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটসে বাংলাদেশী মালিকানাধীন 'সানাই' রেস্টুরেন্ট ও পার্টি হলের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। জাঁকজমক ও জমকালো আয়োজনে দুপুর ১টায় নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির গন্যমান্য ব্যাক্তি , ব্যবসায়ী সহ বাংলাদেশী আমেরিকান সাংবাদিকদের উপস্থিতিতে সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলের মালিক গোপাল সাহা , শামসুন্নাহার রিমি , ফারজানা আলম , শমিক রন্জনকে সাথে নিয়ে রন্জিত দেব বহুল আলোচিত সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবং রন্জিত দেব উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ ১৮ মাস কঠোর পরিশ্রম ও সিটির সকল নিয়ম মেনে আজ আমরা আমাদের রেস্টুরেন্ট ও পার্টি হল শুভ উদ্বোধন করতে পেরেছি। তিনি আবেগে বলেন সৃষ্টিকর্তা ও মা, বাবার কৃপা ছাড়া এটা সম্ভব হতো না । তিনি আরো বলেন রেস্টুরেন্ট প্রতিদিন সকাল ৮টায় খোলা হবে এবং রাত ২টায় বন্ধ করা হবে ।
এছাড়া রেস্টুরেন্টে পার্টি করার জন্য , দোতলায় ৮০ জন, রেস্টুরেন্টের দিকে ১৫০জন এবং বেসমেন্টে ২৫০ জনের বসার ব্যবস্থা রয়েছে। ২৫০ জনের পার্টি করার জন্য ১টি বড় এলইডি টিভি, লাইট ও সাউন্ড সিস্টেম রয়েছে। এই সময় উপস্থিত সকলে ৫জন মালিককে করতালি দিয়ে স্বাগত জানায়। সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করা হয় ।
পরে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রিপাবলিকান ও কমিউনিটির নেতা গিয়াস আহমেদ,কমিউনিটির নেতা রন্জিত সাহা , আওয়ামীলীগ ও কমিউনিটির নেতা মোহাম্মদ আবুল কাশেম , ব্লো গ্রীণ ওয়েলথ সলোশনস এর ফাইনিন্সিয়াল সার্ভিস এক্সিকিউটিভ পরেশ চন্দ্র সাহা , প্রজ্ঞা ফাউন্ডেশনের ফাউন্ডার সভাপতি ও প্রজ্ঞা নিউজের সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।বক্তারা বলেন,জ্যাকসন হাইটসে এমন ভাল মানের রেস্টুরেন্ট ও পার্টি হল উদ্বোধন হওয়ায় আমরা খুশি এর জন্য মালিক পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সানাই এর জন্য আমাদের পক্ষ হতে শুভ কামনা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবারও রন্জিত দেব জানান , যারা পার্টি হল ভাড়া নিবেন তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে , আমরা বর্তমানে ১০ টি পার্কিং এর ব্যবস্থা রেখেছি এবং ভবিষ্যতে এটা বাড়ানো হবে। এরপর আবারও সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দুপুরের খাবার খাওয়ার অনুরোধ জানান।
জমকালো আয়োজনে ' সানাই ' রেস্টুরেন্ট ও পার্টি হলের শুভ উদ্বোধন
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০২:৪৩ এএম

প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে ঢাকা ক্লাব অব আমেরিকা গঠিত

২৮ জুনের নির্বাচনে ভোট দেয়ার আহবান
.jpeg)
বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ
.jpeg)
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

টাইমস্ স্কয়ারে বাংলা বর্ষবরণ ১৪৩২ ঘোষণা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে
.jpg)
ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল

GOVERNOR HOCHUL PROPOSES NEW INITIATIVES TO ADDRESS THE HOUSING CRISIS AND MAKE RENT AND MORTGAGES MORE AFFORDABLE

বর্ষার ঝিরি গান- জাকিয়া রহমান