নিউইর্য়কে বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউ.এস.এ (বি.পি.এল) -তে অফিসিয়ালী যোগদান করেছেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয়দলের খেলোয়াড় মোহাম্মদ শরিফ। গত ২৮ এপ্রিল রোববার নিউইর্য়কের কুইন্সের একটি হলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেন বি.পি.এল অব ইউ.এস.এর প্রেসিডেন্ট মোহাম্মদ জাসেম।বিপিএল অব ইউ.এস.এর সাবেক প্রেসিডেন্ট সুমন খান ধন্যবাদ জানিয়ে বলেন- ক্রিকেটার মোহাম্মদ শরিফ যুক্ত হওয়াতে বিপিএল এর টীম শক্তিশালী হয়েছে। আরোও বিশাল ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হলো। তিনি মোহাম্মদ শরিফের খেলোয়াড়ী জীবনের সাফল্যের কথা সবার কাছে তুলে ধরেন।ক্রিকেটার মোহাম্মদ শরিফ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন - খেলোয়াড়ী জীবনে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বি.পি.এল অব ইউ.এস.এর জন্য কাজ করতে চান। তাছাড়া তরুণ যুবা, যাদের ক্রিকেটের প্রতি আগ্রহ আছে, তাদেরকে নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে চান। পাশাপাশি বিপিএল অব ইউ.এস.এ অংশগ্রহন করা সকল দলের যদি তাদের খেলোয়াড়দেরকে ট্রেনিং দিতে চান তাহলে বি.পি.এল অব ইউ.এস.এর হয়ে কাজ করবে ক্রিকেটার মোহাম্মদ শরিফ।

উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক এই ক্রিকেটার ২০০১ থেকে ২০০২ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে মূলত অল-রাউন্ডার হিসেবে অংশগ্রহণ করেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ঢাকা বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বরিশাল বিভাগ ও রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদ শরীফ পাশাপাশি ক্রিকেট কোচিং নিয়েও কাজ করেছেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানভীর ভূঁইয়া, আসাদ সুমন, হাসান, রিমেল, আপেল, তপু, টিটু, রাফী সহ আরো অনেকে।