ক্যানসার সঙ্গীত
আতিকুর রহমান সালু

যার আছে আল্লাহ
তার নাই ভয়,
হবেই হবে জীবনের জয়
হবেই হবে ক্যানসার ক্ষয়।
জন্মেছি যেদিন
মরবোই একদিন
আল্লাহর বিধান কয়।
বিয়ে-শাদী রিজিকের
মালিক আল্লাহ,
হায়াত-মওয়ুতের
মালিক আল্লাহ,
আল্লাহ ছাড়া তাই
কাউকে করিনা ভয়।
হবেই হবে জীবনের জয়
হবেই হবে ক্যানসার ক্ষয়।
আল্লাহ নাম যার
মুখে-বুকে তার
আবার কিসের ভয়?
হবেই হবে ক্যানসার ক্ষয়
হবেই হবে জীবনের জয়।
সুদিনে-দূর্দিনে, বিপদে-আপদে
কখনও ধৈর্য্যহারা যেন
না হই আমি
হে পরোয়ারদিগার,
আমায় ক্ষমা কর তুমি,
আমাদের ক্ষমা কর তুমি,
তোমাকে ছাড়া কাউকে
করি না ভয়।ক্যানসার সঙ্গীত
আতিকুর রহমান সালু
যার আছে আল্লাহ
তার নাই ভয়,
হবেই হবে জীবনের জয়
হবেই হবে ক্যানসার ক্ষয়।
জন্মেছি যেদিন
মরবোই একদিন
আল্লাহর বিধান কয়।
বিয়ে-শাদী রিজিকের
মালিক আল্লাহ,
হায়াত-মওয়ুতের
মালিক আল্লাহ,
আল্লাহ ছাড়া তাই
কাউকে করিনা ভয়।
হবেই হবে জীবনের জয়
হবেই হবে ক্যানসার ক্ষয়।
আল্লাহ নাম যার
মুখে-বুকে তার
আবার কিসের ভয়?
হবেই হবে ক্যানসার ক্ষয়
হবেই হবে জীবনের জয়।
সুদিনে-দূর্দিনে, বিপদে-আপদে
কখনও ধৈর্য্যহারা যেন
না হই আমি
হে পরোয়ারদিগার,
আমায় ক্ষমা কর তুমি,
আমাদের ক্ষমা কর তুমি,
তোমাকে ছাড়া কাউকে
করি না ভয়।