জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে, নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে ১৬৮ স্ট্রিটে চাঁদরাত উদযাপন করা হয়। ১৬৮ ষ্ট্রীটে স্টেজ বানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে সে রাতে বসেছিলো এক চাঁদের হাট। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানো হয়। আসাদ সুমনের উপস্থাপনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের সভাপতি মো. জাসেম। তিনি জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন তরুণ-যুবারা ভালো ভালো কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রাখবে। ভবিষ্যতে কমিউনিটিতে তাদের অংশগ্রহণের পাশাপাশি মেইনস্ট্রীমে আরো বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সিকিউরিটি ব্যবস্থা করার জন্য ১০৭ প্রিসেন্টকে ধন্যবাদ জানান। এছাড়াও বিশেষভাবে ধন্যবাদ জানান টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা সহ সকল ইলেন্টনিক্স ও প্রিন্ট মিডিয়াকে।
চাঁদ রাত উদযাপনে জ্যামাইকাসহ আশেপাশের এলাকার প্রচুর দর্শকের সমাগম ঘটে, পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন অনুষ্ঠান উপভোগ করতে। করোনার পর শতশত দর্শকদের উপছে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। স্টেজর সামনে উল্লেখযোগ্য সংখ্যক ছোট ছোট বাচ্চাদের আনন্দ উল্লাস অনুষ্ঠানের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। কোনো রকম বিশৃঙ্ঘলা ছাড়াই সন্ধ্যা থেকে গভীর পর্যন্ত চলে এই আয়োজন।সঙ্গীত পরিবেশন করেন মোরভিকটাস ব্যান্ড, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব ও ক্লোজ-আপ ওয়ান শিল্পী রাজীর ভট্টাচার্য্য। সঙ্গীতের পুরো আয়োজনটিতে ছিলো মাটি ব্যান্ড এবং সাউন্ড সিস্টেমে ছিলো সাউন্ড গিয়ারের সায়েম।
পুরো আয়োজনের সহযোগিতায় ছিলেন নাসির সেল ফোন, হিলসাইড হেয়ার সেলুন, সৈয়দ রাব্বি, নাইম, টং এনওয়াইসি, আরিফুল ভূঁইয়া জিয়া, সারাহ্ হোম কেয়ারের তানজিরুল হক, প্রিমিয়াম সুপার মার্কেট, বিপিএল অব ইউ.এস.এ, বিসিএল অব ইউ.এস.এ, ভালো ডট কম, এন.উয়াই মেডিকেল কেয়ার, সারাহ্ হোম কেয়ার, ফ্রেস রুটি ফ্রেস পরোটা, প্রোটেক্ট ওয়ার্ল্ড, ল-অফিস রেন্ডি বি. সেইগেল, জ্যামাইকা স্যোশাল এডল্ট ডে কেয়ার, সিলেট মোটরর্স, হাফিস ট্যাক্স্, বোম্বে ট্যাভেলস্ এন্ড গ্রাফিক্স, টং এনওয়াইসি, স্ম্যাট থ্রী ক্যাফে, এলিট সিনার্জি রিয়েলিটি, ফুমা ইনোভেটিভ ইনক্, সাউন্ড গিয়ার, বাংলাটেক এডমিনস্, সিগনেচার রিয়েলিটি, খলিল বিরিয়ানি হাউজ, আইজে ক্রিয়েটিভ, দ্যা গেরেজ এবং বিটেক।