গত ১৫ মে সোমবার সন্ধ্যায়, কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে চুরাশিয়ানদের কফি হাউস খ‍্যাত স্মার্ট ক্যাফেতে এস.এস.সি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকা গ্রুপের নিয়মিত আড্ডায় সুদূর টেক্সাস থেকে আসা আরেক চুরাশিয়ান লিটন আলমকে পেয়ে জমজমাট হয়ে উঠেছিলো।

নিউইয়র্কের বাইরে থেকে আগত চুরাশিয়ান বন্ধুদের, চুরাশিয়ানরা বরাবরই ফুল দিয়ে বরণ করে নিয়ে ভালোবাসা জানান, লিটন আলমের ক্ষেত্রেও তার ব‍্যতিক্রম হয়নি। বর্তমানে টেক্সাসে বসবাস করছেন তিনি, পাশাপাশি ভালো একজন উপস্থাপক।

নিউইয়র্কের কমিউনিটিতে পরি চিত এই মুখ, একসময় বড় বড় আয়োজনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দীর্ঘদিন নিউইয়র্কে থেকেছেন, যুক্ত ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে। উল্লেখ্য টেক্সাসে তিনিই প্রথম "বাংলা রেডিও" নামে বাংলা রেডিও স্টেশন চালু করেন। বর্তমানে ব‍্যবসা নিয়ে ব‍্যস্ততার কারণে সময় দিতে না পারলেও, ভালো লাগা আয়োজনগুলোকে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।

কফি পানের আড্ডায় নর্থ আমেরিকা চুরাশিয়ান আয়োজিত আগামী ২২ জুলাই নায়াগ্রায় অনুষ্ঠিতব‍্য চুরাশিয়ানদের মহামিলনের বিষয়েও আলোচনা হয়। এই মহামিলন সফল করার জন্য সবাই তাদের মতামত দেন। বন্ধুদের এই আয়োজনে লিটন আলম স্বপ্রণোদিতভাবে অনুষ্ঠানে স্পন্সর হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সবাই তা মেনে নেন।

আন্তরিক আড্ডায় মেতে উঠে হাস‍্য রসিকতার মাধ্যমে সকলে যেনো সেই স্কুল জীবনে ফিরে যান। সবাই তাদের স্কুল জীবনের মজার মজার গল্প করতে থাকেন, আর আড্ডা যেন শেষ হবাব নয়।আড্ডায় উপস্থিত ছিলেন এস.এস.সি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকা গ্রুপের প্রতিষ্ঠাতা শামস্‌ চৌধুরী রুশো, মডারেটর শওকত মির্জা, মডারেটর শেখ ইয়াসমিন, সাবিরা করিম, মাসুদ ভুঁইয়া, গোলাম মোস্তফা, সোহেল সহ আরো অনেকে।