গত ৩০ এপ্রিল রোববার প্রবল বর্ষণে যখন নিউইয়র্কের জনজীবন স্থবির তখন কিছু সাহিত্যপ্রাণ মানুষ সমস্ত বিপত্তি ডিঙিয়ে জড়ো হয়েছিলেন ছড়াটে-র পূর্বনির্ধারিত মাসিক ছড়াড্ডা-য়। কুইন্সের হলিসে অনুষ্ঠিত বৃষ্টিমূখর এই আড্ডায় ঘুরেফিরে রবীন্দ্রনাথ ও বৃষ্টির বিষয়টি উঠে এসেছে। বৃষ্টি নিয়ে ছড়া ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মানিক রহমান, ছড়াকার ম্যদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন, কবি- আইনজীবী মোহাম্মদ আলী বাবুল ও সাংস্কৃতিক কর্মী সায়দা উদিতা। বিরূপ আবহওয়ার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে আড্ডার স্বাদ নিতে চেষ্টা করেন। পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত হয় ২৮ মে, রোববার। এটি অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডের লেভিট টাউনে। সবশেষে সমবেত কন্ঠে " আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে....." গানটি গেয়ে আড্ডার সমাপ্তি টানা হয়।
বর্ষণমুখর আবহওয়ায় সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৯ এএম

প্রবাস রিলেটেড নিউজ

মা কাঁদে -জাকিয়া রহমান

২৭ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে মুক্তি পাচ্ছে এ বছরের সাড়া জাগানো ছবি "১৯৭১: সেই সব দিন"

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে চাঁদরাত উদযাপন

জালালাবাদ এসোসিয়েশনের (শাহীন-মইনুল) ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রান্ড নিউ গ্র্যান্ড সেন্ট্রাল ম্যাডিসন টার্মিনাল উদবোধন-- পলাশ সাহা

শীতের রাতে ভুল স্টপে নেমে গেলে-- মনিজা রহমান

ম্যাসাচুসেটসে বৈশাখি উৎসবের আয়োজন

‘ডিশওয়াশার’ এর সন্তান আলাউদ্দিন উল্লাহর শিকড় সন্ধান-- মনিজা রহমান