পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেনবিদেশের মানুষের কাছে বানোয়াট তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করা হচ্ছে। প্রবাসীদের সতর্ক থাকতে হবে যেন বানোয়াট তথ্য দিয়ে কেউ তাদের বিভ্রান্ত করতে না পারে। উন্নত  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী ভাই-বোনদের সহযোগিতা প্রত্যাশা করি। যারা বাংলাদেশ নিয়ে বিদেশে মিথ্যাচার করে তাদের প্রতিবাদ করুন।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে স্কলার্স বাংলাদেশ এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন আয়োজনে ষষ্ঠ প্রবাসী বাংলাদেশী দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি  কথা বলেনপররাষ্ট্রমন্ত্রী বলেনসবগুলো সোশিও ইকোনমিক ইন্ডিকেটরে প্রতিবেশী দেশগুলোর থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। দারিদ্র্যের ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। গত ১৪ বছরে শেখ হাসিনার আমলে দেশে অভাবনীয় পরিবর্তন হয়েছে। গত ১৪ বছরে জিডিপি বৃদ্ধির হার পৃথিবীর মধ্যে অন্যতম গ্রোথ। দেশের দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।প্রধান অতিথির বক্তব্যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেনপ্রবাসী মানেই রেমিট্যান্স। এটা দেশের জন্য মূল ফ্যাক্টর। আমরা দেশের ইতিহাস যদি লিখতে যাই তবে দেখব প্রবাসীদের কল্যাণে অনেক কিছুই হয়েছে। যারা বিদেশে প্রফেসর আছেনচাকরি শেষ করে গলফ খেলেন আর সময় কাটান তারা দেশে এসে সময়টা দেন। ব্রেন যে ড্রেন হয়েছিল সেটা যদি আমরা ব্যাকওয়ার্ড করতে পারি তাহলে কাজে লাগবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটি এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  সভাপতি এম  চৌধুরী শামীম।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সাতটি ক্যাটাগরিতে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে প্রবাসী বাংলাদেশী দিবস-২০২২ সম্মাননা এবং স্বাধীনতা  বিজয়ের সুবর্ণজয়ন্তী  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সম্মাননা প্রদান করা হয়। শিল্প ক্যাটাগরিতে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  জব্বারশিক্ষায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামস্বাস্থ্যসেবায় ক্লিনিক্যাল অধ্যাপক চৌধুরী এইচ আহসানএনআরবি ব্যাংকিং সেবায় জনতা ব্যাংক লিএনআরবি ব্রাঞ্চশিল্প  সংস্কৃতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), প্রযুক্তিতে ডিজিকন টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ এবং কৃষিতে খেজুর চাষী আব্দুল মোতালেবকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী দিবসের ওয়েবসাইট www.nrbday.org-এর উদ্বোধন করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশী শিল্পী পারমিতা মুমু।