অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সাতটি ক্যাটাগরিতে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে প্রবাসী বাংলাদেশী দিবস-২০২২ সম্মাননা এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সম্মাননা প্রদান করা হয়। শিল্প ক্যাটাগরিতে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ জব্বার, শিক্ষায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম, স্বাস্থ্যসেবায় ক্লিনিক্যাল অধ্যাপক চৌধুরী এইচ আহসান, এনআরবি ব্যাংকিং সেবায় জনতা ব্যাংক লি. এনআরবি ব্রাঞ্চ, শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), প্রযুক্তিতে ডিজিকন টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ এবং কৃষিতে খেজুর চাষী আব্দুল মোতালেবকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী দিবসের ওয়েবসাইট www.nrbday.org-এর উদ্বোধন করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশী শিল্পী পারমিতা মুমু।