বগুড়ার আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর ৩৫ বছর পদার্পণে বছর ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন ঘোষণা ও বিশেষ আয়োজন "আলোর পথযাত্রী" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশকে উৎসর্গ করে মাহবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা আলোয় আলোয় আকাশ এই গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। সংগঠনের শিশু শিল্পীরা ৩৫টি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আলী হায়দার চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী, আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সরকারি আজিজুল হক কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অনামিকা পাল, আমরা কজন শিল্পী গোষ্ঠীর সদস্য সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক লায়ন শাজাহান আলী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভিন, ঢাকা ব্যাংক বগুড়ার ব্রাঞ্চ ম্যানেজার লাইন ওয়াজেদ আলী, লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ। ৩৫ বছরের পদার্পণে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের বিগত দিনের কাজের ভূয়ষি প্রশংসা করেন। সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন বছরব্যাপী অনুষ্ঠান মালার ঘোষণা দেন। তারই আলোকে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তিন দিনব্যাপী বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আন্তর্জাতিক আমরা ক'জন নৃত্য উৎসব-২২ অনুষ্ঠিত হবে। আলোর পথযাত্রী অনুষ্ঠানে সংগঠন এর শিল্পীরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ।
বগুড়ার 'আমরা ক'জন' শিল্পী গোষ্ঠীর বছরব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:২৫ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

নিউ ইয়র্ক বাংলা ও খবর ডটকম পরিবারের পক্ষ থেকে মাইন উদ্দিন আহমেদের প্রয়ানে গভীর মর্মাহত

মওলানা ভাসানীর ১৯৭০-এর নির্বাচন বর্জন ছিল বাংলাদেশ প্রতিষ্ঠার দূরদর্শী সিদ্ধান্ত

প্রবাসী বাংলাদেশী দিবস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী: বিদেশে বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে

World Amateur Radio Day---Pradip Chandra Kundu

রাজশাহীর গাছে এসেছে আমের মুকুল

আদমদীঘিতে প্রণোদনার সার ও বীজ পেলেন ৬৪০ জন প্রান্তিক কৃষক

এবার মালয়েশিয়ার তরুণী কুমিল্লায়

এন্টিকরাপশন চ্যাম্পিয়ন রোজিনা ইসলাম-কে সংবর্ধিত করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব