এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


২৬ সেপ্টেম্বর, ২০২২
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কৃতী সন্তান, কৃতী শিক্ষক প্রকৌশলী ডঃ আকতারুল ইসলাম বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ওই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল, ইজ্ঞিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক। তিনি সান্তাহার কলসা আহসানউল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় ১ম বিভাগে ও সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অর্জন করেন। এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগে পাশসহ মেধা তালিকায় ৪র্থ স্থান অধিকার করেন। তিনি এমএসসি ও পিএসডি করেন বুলগেরিয়া থেকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জার্নালে তাঁর ১৫০ টিরও বেশি দুর্লভ প্রবন্ধ বের হয়েছে। তাঁর বৈজ্ঞনিক সূচক ২০২২ সেরা গবেষক এবং দেশের সেরা কেমিক্যাল ইজ্ঞিনিয়রিং বিজ্ঞানি। তিনি সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মরহুম আলহাজ¦ জাফেরুল ইসলামের সন্তান।