আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ এএম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, প্রতি বছর দুর্গা পুজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। আসন্ন দুর্গা পুজা উৎসব মুখর ভাবে উদযাপনের লক্ষে শেখ হাসিনার সরকার সকল পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরের নিজ নিজ মন্দির কমিটির নেতৃর্ত্বে থাকা সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার ওসি রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ড দুলাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা চন্দন কুমার, রেবতি মোহন সাহা, উজ্জ্বল সরকার সহ বিভিন্ন পূজা মন্ডবের সভপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়ায় শেষ হলো চলচ্চিত্র উৎসব

নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
.jpg)
বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

ঘুমন্ত পথ -জাকিয়া রহমান

চুয়াডাঙ্গার দর্শনাকে স্থলবন্দর ঘোষণা করার পর ২০ বছরেও শুরু হয়নি সড়কপথে আমদানি-রপ্তানি

মার্কিন স্যাংশন: শেখ হাসিনার অবস্থানের প্রতি চীনের সমর্থন