এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (৫ ডিসেম্বর বৃহস্পতিবার) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, একাডেমীক সুপারভাইজার জাহিদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, রুবেল হোসেন, সাইফুল ইসলাম, আবু জাকারিয়া, পারভিন আক্তার, সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবৃন্দরা প্রধান অতিথি রুমানা আফরোজকে সম্মাননা প্রদান করেন