আজ আমার জন্মদিন

জাহিদুল হক

আজ আমার জন্মদিন, পারী শহরেও

শার্ল, কিম্বা মস্কোতে দস্তয়েভস্কি ঠিক

আমারই মতন জন্মাছেন - দিগ্বিদিক

পাতাঝরা সুদ্ধ করে আমাকে সন্দেহ !

হলুদ দিগন্ত খুঁড়ে কে যে মাথা কোটে,

কে পোঁতে শিশুর চোখে মৃত্যুগুলো শোকে,

ধসে কষ্ট উত্থাপন করে কী সংকটে ;

আমিই নিজেকে করি নিঃস্ব নষ্ট ক্রোকে ।

শোনো, আজ জন্মদিন ঝরে যে অটমে

তাকে চিনি। এ অগস্টে যে ভাঙনে আসে

তোমার নৃত্যের সুর - কী অদ্ভুত লাগে !

বাতাসেও সারা দেহ ভিজে ওঠে ঘামে ।

কবর খোঁড়ার শব্দ নিঃশব্দ ত্রাসের

সৃষ্টি করে - অন্তরংগ করে দুর্ভাগ্যের !