ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে কাউকে কথা বলার সুযোগ না দেওয়ায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সামনেই হট্টগোল করেন তারা। এমনকি ভুয়া বলেও স্লোগান দেন। তোপে পরে সভা শেষ না করেই চলে যান ওবায়দুল কাদের। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা ১১টায়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে কথা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় মত বিনিময়ের আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন।ডেকে এনে আপনি একাই কথা বলা শুরু করলেন, আমাদেরওতো বহু কথা আছে। এমন কথা বলতে থাকেন কেউ কেউ। কেউ আবার ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। সভা থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মত বিনিময় করতে ডেকে এনে কথা বলার সুযোগ না দেয়া স্বেচ্ছাচারিতা। সভা শুরুর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। তাকে দেখেও ছাত্রলীগের সাবেক নেতারা হৈচৈ করেন। এসময় একজনকে বলতে শোনা যায়, তিনি এখানে কেন এসেছেন। তার ছেলেতো ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখে।
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া বলে স্লোগান
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১২:২২ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ইউনূস: সাবেক মার্কিন কূটনীতিক

‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তবে তালিকা আসেনি’

বাইডেন সাহেব আগে ট্রাম্পকে সামলান: ওবায়দুল কাদের

আদমদিঘীর ডহরপুর গ্রামের হাফিজার ভাইয়ের দাফন

৩০টি সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংগঠিত হয়েছে, অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট: সেনাপ্রধান জেনারেল ওয়াকার

শাবাশ সোনার মেয়ে-- লুৎফর রহমান রিটন

Bangladesh elected a Member of the FAO Council

মার্কিন প্রতিনিধিদল আসছে আজ ঢাকায়