এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের (১৮ মে) বুধবার, ২০২৩ ইং বেলা ১১ টায়, ইউ পি হল রুমে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন, ইউ পি সচিব মোঃ কুদরত - ই এলাহী, পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী সুধেব ঘোষ। আজ ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু)।এছাড়াও বিভিন্ন বাজেটের দিক সূমহ তুলে ধরেন ইউ পি সচিব মোঃ কুদরত-এ-এলাহী।এসময় উপস্থিত ছিলেন ইউ পি হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর মোঃ নাহিদ হাসান, ইউ পি সদস্য শ্রী সুধেব ঘোষ, মোঃ মহসিন আলী, মোঃ মনি জুলফিকার, মোঃ আবু তাহের আলী,মোঃ হামিদুল ইসলাম, মোঃ মহিউদ্দিন তালুকদার, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আনোয়ার হোসেন জীবন এবং মহিলা সদস্যা মোছাঃ সবিতা বেগম, মোছাঃ নাজমা বেগম লবানী, মোছাঃ রিনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আঃ লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া সাংবাদিক এম.আব্দুর রাজ্জাক, যুবলীগের সাধারণ সম্পাদক এম, এ হান্নান, আহসান হাবিব ধলু, মোঃ সোহেল রানা, কাজল রহমান, মোঃ মুক্তার হোসেন সহ বিভিন্ন ওর্য়াডের আঃ লীগের নেতৃবৃন্দ,ও যুবলীগ,ছাত্র লীগ,কৃষক লীগ,সেচ্ছা সেবক লীগের নেতা কর্মী সহ সমাজের বিভিন্ন পেশা জিবী নারী পূরুষ প্রায় শতাধিক ব্যাক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
উক্ত বাজেটে আলোচনায় মাননীয় চেয়ারম্যান সুন্দর ভাবে বাজেট আয়/ব্যয় হিসাব ও আগামিতে ইউনিয়ন পরিষদকে আধুনিক ডিজিটাল পরিষদ করার অঙ্গীকার করেন এবং বতর্মান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি সকলকে পাশে থাকার আহবান জানান। এছাড়াও বক্তব্য দেন ইউ পি সদস্য শ্রী সুদেব ঘোষ।
০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিবরণ :
১. রাজস্ব আয়= ১৪,৭৫,০০০/-
উন্নয়ন আয়= ২,১৯,৩৪,৯৯৪/-
*** মোট ব্যয় = ১৩,৮০,০০০/-
উন্নয়ন ব্যয় = ২,১৭,০৪,৯৯৪/-
*** মোট ব্যয়= ২,৩০,৮৪,৯৯৪/-
*** উদ্বত্ত = ৩,২৫,০০০/-
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।