এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার জেলার আদমদীঘি উপজেলায়, লুৎফর রহমান নামের এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। (৫ মার্চ,মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমানা আফরোজ তাকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলী, ইউপি সদস্য নাজিম উদ্দীন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, মোস্তাফিজুর রহমান, প্রমূখ।
শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক লুৎফর রহমান বলেন , ‘আমার দুই পা অচল'। আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার ঘরের খুবই প্রয়োজন। বিষয়টি ইউপি সদস্য নাজিম উদ্দীনকে জানালে তিনি আমার কষ্টের কথাগুলো আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) স্যারকে জানান। এরপর আমাকে তিনি উপজেলায় ডেকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। আমি এসব পেয়ে মহা খুশি হয়েছি। আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) রুমানা আফরোজ স্যার একজন খুবই ভালো অফিসার, আমার জীবনে এত ভালো সুন্দর অফিসার দেখি নাই। আল্লাহ্ পাক যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।