চুয়াডাঙ্গার জীবননগর  পৌরসভার নারায়ণপুর শেখ পাড়া গ্রামের (থানা মোড়  ) মৃত রহমত শেখের পুত্র  আমির হোসেনে (৫৫) গোয়াল ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।  শনিবার দিনগত রাতে( ১৯ নভেম্বর রবিবার )  আনুমানিক ২ টার দিকে মশার কয়েলের থেকে  ভয়াবহ আগুনের সূত্রপাত। এতে গোয়াল ঘরে থাকা দুইটি গরুর  একটি আগুনে পুড়ে মারা যায় এবং অপর গরুটি মারাত্মকভাবে আহত হয়।

এছাড়াও গোয়াল ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র আগুনে সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। পরবর্তীতে জীবননগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভুক্তভোগী আমির হোসেনের অভিযোগ রাত ২ টার দিকে ফায়ার সার্ভিস কে জানানোর পরও তারা দ্রুত ঘটনাস্থলে আসেনি ,এমনকি তারা অগ্নিকান্ডের ৪০ মিনিট পর সবকিছু আগুনের পুড়ে গেলে ঘটনাস্থলে আসে।  তিনি আরো বলেন,  তারা যদি  দ্রুত আসতো তাহলে আমার এত বড় ক্ষতি হতো না।   অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান  ২ লক্ষ টাকার মত  বলে জানিয়েছেন  আমির হোসেন ।