(২১ নভেম্বর, মঙ্গলবার ২০২৩) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমেই তিনি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।  পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সর্বস্তরের মানুষ তথা বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।   উক্ত মতবিনিময় সভায় গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।