এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


বিভিন্ন বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিবন্ধকতার কারণে বিশ্বের অনেক শিশু প্রাথমিক শিক্ষা লাভ করতে পারছে না। শিশুরা সঠিক শিক্ষা না পেলে জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যা তাদের ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনের যোগ্যতাকে বিপন্ন করে।

তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশুরা নানা কারণে শিক্ষা ও জ্ঞানার্জন থেকে বঞ্চিত হচ্ছে। যা নির্মূলে সমাজে আমাদের সবার একসাথে কাজ করতে হবে এবং ছোট ছোট পদক্ষেপ নিয়ে এই শিশুদের মানসম্মত শিক্ষা পেতে সহায়তা করতে হবে।

গত ২রা আগস্ট, imo Bangladesh এবং জাগো ফাউন্ডেশন যৌথভাবে ফাউন্ডেশনটির বনানী স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। দুই পক্ষের যৌথ উদ্যোগ, imo জাগো'র ১২০০ জন শিক্ষার্থীকে স্টেশনারী ও শিক্ষা সরঞ্জাম প্রদান করে।

উভয়পক্ষই এই শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করেছে স্বতস্ফূর্তভাবে, যেন এই শিশুদের মনে আশার যোগান থাকে সামনের দিনগুলোতে পড়াশোনা চালিয়ে যাবার এবং সেইসাথে তারা নিজেদের শেখার মনোভাবকে বজায় রাখতে পারে।