এম আব্দুর রাজ্জাক :
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সাফারি পার্কের মা হাতি ‘বেলকলি’ আবারও শাবকের জন্ম দিয়েছে। সাফারি পার্কে নতুন জন্ম নেওয়া মাদি হাতি শাবকটির নাম রাখা হয়েছে ‘আনারকলি’।
গত ৮ আগস্ট সকালে দ্বিতীয় বারের মতো পার্কের প্রাকৃতিক পরিবেশে হাতি শাবকের জন্ম হলেও বিভিন্ন দিক বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমে বিষয়টি জানাননি।
রোববার (২৮ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জন্মের পর মা ও শাবক সুস্থ রয়েছে বলেও জানান তিনি।
২০১৮ সালের ৫ জুন এই ‘বেলকলি’ এই পার্কে আরো একটি শাবকের জন্ম দিয়েছিলো। তার নাম রাখা হয়েছিল ‘ফুলকলি’। সে এখন পরিণত হয়ে উঠছে। এ নিয়ে পার্কে এখন হাতির সংখ্যা দাঁড়ালো ৯টিতে। এর মধ্যে ৭টি পুরুষ ও ২টি মাদি।
শাবকটির প্রসবকালীন সময়ে ওজন ছিল প্রায় ৬০ কেজি। একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। ১৮-২০ বছরে হাতি প্রজননে সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। সাধারণত একটি হাতি ৩-৫ বছর পর পর একটি করে শাবকের জন্ম দেয়।
হাতিশাবক সাধারণত সাড়ে তিন বছর থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর।
পার্ক কর্তৃপক্ষ জানায়, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্বাবধানে রয়েছে। মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে।
মা হাতিটিকে প্রতিদিন ২০ কেজি কলাগাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫ কেজি আখ, ১০ কেজি গাজর ও ভাতের জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে বলে পার্কের একটি সূত্র নিশ্চিত করেছে।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, আমাদের দেশে হাতির সংখ্যা কমে যাচ্ছে। এরমধ্যে সাফারি পার্কে হাতি শাবকের জন্ম সত্যিই আনন্দের। জন্মের পর মা ও শাবকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাফারি পার্কে ‘বেলকলি’র পরিবারে নতুন অতিথি ‘আনারকলি’
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

পর্যটকদের জন্য উম্মুক্ত হলো সুন্দরবন

গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নওগাঁয় নৌকা বাইচ প্রতিযোগিতা

আদমদীঘির, শাঁওইল হাটবাজারে শীতবস্ত্র বেচাকেনা জমতে শুরু করেছে

বগুড়ার 'আমরা ক'জন' শিল্পী গোষ্ঠীর বছরব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন

২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২ সমাপ্ত

তুলনাহীন বীভৎসতা -জাকিয়া রহমান

বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত

।। পুরনো পালে নতুন হাওয়া……………।। কাওসার চৌধুরী