বগুড়ার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের (উত্তর পাড়া) ন‍্যাশনাল ক্লাব আয়োজিত এবং মাননীয় চেয়ারম্যান আব্দুল হক আবু সাহেবের এর সৌজন্য বার্ষিক ফুটবল ক্রিড়া প্রতিযোগিতায় এক দিনের প্রীতি ম‍্যাচ ফুটবল টূর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এবং উপরোক্ত কথা বলেন,
 বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু)।

তিনি আরও বলেন, ছোট আখিড়া গ্রাম আমার নিজ জন্ম ভূমি গ্রাম, আমি এই গ্রামে শৈশব থেকে বড় হয়েছি। শরীর চর্চা একটি ব‍্যায়াম, ফুটবল খেলা ও একটি শারীরিক চর্চা এর নৈপুণ্যে ও দক্ষতা বৃদ্ধিতেও যুবক ভাইদের গুরুত্ব অপরিশিম।

৬ ই জানুয়ারি শুক্রবার  বিকাল ৩ ঘটিকায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া উত্তর পাড়া ন‍্যাশনাল ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম‍্যাচ খেলা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ন‍্যাশনাল ক্লাবের সভাপতি মোঃ নাহেদুল ইসলাম নাহিদ, মোঃ সোহেল রানা, কাজল হক, মুক্তার আলী,বকুল, সুমুন, ওয়াহেদ, সাগর, কবিরাজ, হৃদয়, আলাউদ্দিন, মিন্টু, রাজু সহ ক্লাবের সম্মানিত সকল সদস্য বৃন্দ।
এবং গ্রামের প্রবীণ ব‍্যাক্তি মোঃ হামিদুল ইসলাম, মোজাম্মেল হক, গফুর আলী, আফাজ উদ্দিন সহ অনেকেই।

এছাড়াও ছোট আখিড়া গ্রামের ও এলাকার বেশ গন‍্যমান‍্য বাক্তিবর্গ গন।
উক্ত ফুটবল খেলা টি হাজার হাজার ব‍্যাক্তি গন সুন্দর মনোরম পরিবেশে উপভোগ করেন দর্শকদের আনন্দের জন্য ইংরেজি বাদ‍্য যন্ত্র এবং ধারা ভাষ‍্য প্রচার করা হয়।
উক্ত খেলায় বিবাহিত একাদশ ৪-০ গোলে বিজয়ী হয়।