একদফা দাবিতে আগামীকাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি এই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। বুধবার সন্ধ্যা ৬টায় দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নিরাপত্তা বলয় গড়ে তুলেন তারা। সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতা কর্মীরা। এই জনসমাগমকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াপল্টন এলাকায় এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিকাল ৪টায় নয়াপল্টনে মহাসমাবেশের জন্য গঠিত বিএনপির শৃঙ্খলা কমিটি বৈঠক এবং সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। পরবর্তীতে বৈঠক এবং সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে করার সিদ্ধান্ত নেয় দলটি। ফলশ্রুতিতে ৬টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের পদচারণা কমে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা কর্মীরা অবস্থান করছেন।
নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন
প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:২০ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

জাতীয় ‘উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ধার নিই, সুদসহ ফেরত দিই’ -- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিলুপ্তের পথে প্রকৃতিকে রাঙিয়ে তোলা বসন্তের রুপকন্যা শিমুল গাছ

কুমিল্লায় বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, সংবাদ সম্মেলনেও পুলিশের বাধা

জমকালো আয়োজনে ৬৮তম মেয়ের বিয়ে দিলেন রুবেল

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক সমুদ্র হক না ফেরার দেশে

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা

উথলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের দায়িত্বভার গ্রহণ

কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কৃষি মন্ত্রণালয় বলতে পারবে: বাণিজ্যমন্ত্রী