জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ১ নং উথলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান এবং উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো.আকরাম হোসেন সহ শ্রেষ্ঠ রোভার শিক্ষক আসাদুজ্জামান,শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার সকাল ১১ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো.আব্দুল হান্নান।

কলেজের অধ্যক্ষ মো আকরাম হোসেন এর সভাপতিত্বে ও অধ্যাপক মো.মাজেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি,কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য মো.আব্দুল মান্নান পিল্টু, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রবাহঅনলাইন ডটকম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ,মহির উদ্দিন,সমাজ সেবক শেখ ইলিয়াস উদ্দীন,মিজানুর রহমান মিল্টু,লুৎফর রহমান লুতু সহ অনেকে। বিশেষ বক্তা ছিলেন কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো.সায়েমুল হক টিপু।