এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার, আদমদিঘী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ( ৮ মার্চ, শুক্রবার ) সকাল ১০ টায় ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। এই প্রতিবাদ‍্যকে  সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নিবার্হী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, অতিঃ কৃষি কর্মকর্তা দ্বীপ্তি রানী, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, তথ্য আপা সেবা কেন্দ্রের জাকিয়া সুলতানা এবং কিশোর / কিশোরী ক্লাবের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।