শেখ মুজিবকে স্মরণ করি,পরিচ্ছন্ন জীবন গড়ি' এই প্রতিপাদ্যে জীবননগর উপজেলার উথলীতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের তত্ত্বাবধানে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উথলী সরকার প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে ৪ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান। অনুষ্ঠানে তিনি তার বক্তবের শুরুতে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউটারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া কাব স্কাউটসরা বন্ধুত্বের সেতুবন্ধন তৈরীর পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও উপজেলা স্কাউটস এর সভাপতি হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান।  বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার মনোয়ার আহম্মেদ এর সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্কাউটস এর কমিশনার আবু মো.আব্দুল লতিফ অমল,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা স্কাউটস এর  সহকারী কমিশনার  মাহবুবুর রহমান বাবু, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ, উথলী প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার  মোহাম্মদ আব্দুল্লাহ,উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন প্রমূখ। ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীতে জীবননগর উপজেলার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটাররা এই ক্যাম্পুরীতে অংশ নেয়। এতে কোয়ার্টার মাস্টারের দায়িত্ব পালন করছেন উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার  ইলিয়াস উদ্দীন শেখ ,সার্বিক সহায়তায় রয়েছেন মোছাঃকামরুন্নাহার,(লিডার ট্রেনার), মাহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা( উড ব্যাজার ) ।আগামী ২৫ ফেব্রুয়ারী তাবু জলসার মাধ্যমে এই ক্যাম্পুরী শেষ হবে।