এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী, বগুড়া থেকে : আজ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৩-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু।দপ্তরের এসএপিপিও জনাব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায়ের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব মোছা. মনজু আরা বেগম ও উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা. সালমা বেগম চাঁপা। এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সুজয় পাল, থানা অফিসার ইনচার্জ জনাব মো. রেজাউল করিম, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আবু রেজা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু ও মো. নাজিমুল হুদা খন্দকার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আজমল হোসেন ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্ত্বে অনুষ্ঠেয় আজকের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, মেলায় স্থাপিত ১৩টি স্টলের মালিকবৃন্দ, পৌরসভাসহ ৬টি ইউনিয়ন থেকে আগত কৃষক ভাইয়েরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, স্টল পরিদর্শন ও আলোচলা অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্নে সার্বিক সহযোগিতাকারী সকলের প্রতি আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪, ১১:৪০ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ
.jpg)
শুধুই স্মারক, না কি বাস্তব পরিবর্তনের হাতিয়ার

আমার চাচা আবদুল গাফফার চৌধুরী-- মাহমুদ রেজা চৌধুরী
.jpg)
শুভ নববর্ষের মঙ্গল আলোকের প্রসন্ন কিরণছটা তোমার হৃদয় ছুঁয়ে যাক - প্যামেলিয়া রিভিয়ের

বিএনপি থেকে আরো অনেকেই চলে আসবে, একটু অপেক্ষা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

দাফনের ৫ দিন পর জীবিত ফিরলেন গৃহবধূ!

বগুড়ায় আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার কাহালু বেতার কেন্দ্র পরিদর্শণ করলেন মহাপরিচালক এ এস এম জাহিদ

জনগণ ভোট দিতে পারলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন