জীবননগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল)  উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করেন প্রধান এই ধর্মীয় উৎসব। সকাল সাড়ে ৭ টায় জীবননগরের  খয়েরহুদা ঈদগাহে ঈদের জামাতে নামাজ  আদায় করেন বাংলাদেশ  সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় জাস্টিজ কে এম জাহিদুল আলম ও জীবননগর  উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। জীবননগর পৌর এলাকার জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ,  নবনির্মিত উপজেলা মডেল  মসজিদ ও জীবননগর থানা ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।  সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের  হাজারও মানুষ সেখানে নামাজ আদায় করেন।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নবনির্মিত উপজেলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী অফিসার মোঃরোকুনু জ্জামান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি  নজরুল ঈদ জামাতে অংশ নেন  জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ আবদুল লতিফ অমল পৌর আওয়ামী লীগ সভাপতি মুনসী নাসির উদ্দিন ও জীবননগর পৌরসভা মেয়র মোঃরফিকুল ইসলাম।জীবননগর থানা ঈদগাহে অফিসার ইনচার্জ মোঃ নাসিরউদ্দিন মৃধা অংশ নেন।উপজেলা বিএনপি সভাপতি আন্দুলবড়ীয়ার খাজা পারেশ(রঃ) মাজার ঈদগাহে ও উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ সেনেরহুদা ঈদগাহে নামাজ আদায় কেন।

উপজেলার উথলী  আন্দুলবাড়িয়া, হাসাদহ রায়পুর  সেনেরহুদা ধোপাখালি কাশিপুর সহ বিভিন্ন গ্রামে চলমান দাবদাহের কারনে সকালে সকালের প্রথম ভাগে বেশির ভাগ ঈদ   জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ও মসজিদগুলোতে পেশ ইমাম ও খতিবরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি কামনা করে মোনাজাত করা হয়