এম আব্দুর রাজ্জাক সান্তাহার, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে সান্দিড়া আন্তঃ পাড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ফুটবল মাঠে স্টার ক্লাবের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পশ্চিম পাড়া ফুটবল দল বনাম কুলিপাড়া ফুটবল দল অংশগ্রহণ করেন।ফুটবল টুর্নামেন্টে পশ্চিম পাড়া ফুটবল দল ৪-২ ট্রাইবেকার গোলে কুলিপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক রাশেদুল ইসলাম রাজা,বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, স্টার ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ হোসেন। আলোচনা সভার শেষে প্রধান অতিথি বিজয়ী পশ্চিম পাড়া ফুটবল দলকে ট্রফি তুলে দেন।