জীবননগরের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে ।গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে চোরের দল স্কুলের অফিস সহ তিনটি কামরা ভেঙে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ,একটি সাউন্ড সিস্টেম এলইডি মনিটর সহ স্কুলের ঘন্টা ,ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত সততা স্টোরের সমুদয় মালামাল চোরেরা নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মুল্য তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদুর রহমান জানান স্কুলে একজন দপ্তরী কাম নাইট গার্ড আছেন। নাইট গার্ডের ভাষ্য মোতাবেক জানা গেছে নাইটগার্ড রাত বারোটা পর্যন্ত বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে নিজ বাড়িতে চলে যায় পরবর্তী সময়ে রাতের পরবর্তী সময়ে এই চুরির ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ থানায় চুরির বিষয়ে অভিযোগ জমা করা হয়েছে।