এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
এপ্রিল ১৯ বুধবার ২০২৩, বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি গ্রামের অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের উপস্থিত হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থ্যতার কারণে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সদস্য, শফিকুল ইসলাম, নঈম উদ্দীন, মোহাম্মদ তামজিদ আহমেদ খান পিয়াস, সাহাফ আল তাইফ, তানজীম তাবিব এবং ঘারিন্দা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি। উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন শহীদুজ্জামান বেলাল ও ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সদস্য শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে জনাব আবু তাহের বলেন, মহান আল্লাহর দরবারে হাজার হাজার শোকরিয়া যিনি অসহায়, দুঃস্থ্য ও কর্মহীন হতদরিদ্র পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার তৌফিক দান করেছেন।
তিনি আরও বলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ একজন মানবতার ফেরিওয়ালা। তারই অর্থায়নে আজ ঘারিন্দা ইউনিয়নের ৩টি গ্রামের অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। আমরা যেন আগামীতে আরও বড় পরিসরে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এজন্য আপনারা তাঁর ও আমার জন্য দোয়া করবেন।
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃত ঈদ উপহার সামগ্রী পেয়ে সবাই অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের সভাপতি জনাব শফিকুল ইসলাম বলেন, যাদের অর্থায়নে এবং সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানটি সুন্দর ও সফল হয়েছে তাদের সকলকে ধন্যবাদ এবং সেই সাথে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।