মোঃ আলী খান বাবুল 

আজ ২১ এপ্রিল শুক্রবার বিকেলে ইফতারের কিছু আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইনের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে বাজারের মসজিদের পাশে "লতিফ খান মার্কেট" এর তিনটি দোকান ঘরের চালা সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়। সেই সাথে বিদ্যুৎ এর লাইন ছিড়ে দুইটি মিটারও উড়িয়ে নিয়ে যায়। এতে কোন জানমালের ক্ষতি হয়নি বলে জানা গেছে।