ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) এবং চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. আলমগীর হোসেন জনি সম্পূর্ণ বিনামূল্যে এক হাজার রোগীর চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছেন। গতকাল রবিবার (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডা. জনিসহ ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক অর্থপেডিক্স-সার্জারি রোগী দেখেছেন। বেশ কয়েক বছর থেকে তিনি এভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে আসছেন।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে জেলার দূর-দূরান্ত থেকে ট্রমা বা বাতজনিত যে কোন সমস্যা, কোমর ও হাঁটুর যে কোন জটিল সমস্যা, ঘাড় ও কোমরের ব্যাথা, যে কোন ধরনের হাড়ভাঙ্গা ও ভাঙ্গা জনিত সমস্যা এবং আথ্রাইটিস, বাতের ব্যাথা এবং হাড়ক্ষয় জনিত সমস্যার রোগীদের চিকিৎসা দেয়া হয়। এসএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী শামসুদ্দোহা হাসু বলেন, এলাকার মানুষের সুচিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষ সেবা পেলে তাদের আয়োজন স্বার্থক হবে।