'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষকরে বন্যাদূর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন আসছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল অঞ্চলে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও নদীভাঙন এলাকার শীতার্ত মানুষের মাঝে গত ২৭ ডিসেম্বর থেকে কম্বল বিতরণ করে আসছে।
আজ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণের দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সাধারণ সম্পাদক আবু তাহের, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মোবারক হাসেন ফনি, তামজিদ আহমেদ খান পিয়াস, মোঃ শফিকুল ইসলাম এবং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সুজন মিয়াসহ অনেকে।
আগামীকাল ১২ জানুয়ারি ২০২৩-এ সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদীর ভাঙন এলাকার চরপৌলি গ্রামে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হবে। এরপর ১৩ জানুয়ারি তারিখে হুগড়া ইউনিয়নের যমুনা নদীর ভাঙনের শিকার কয়েকটি গ্রামেও শীতার্ত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এই কর্মসূচি সফল করতে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং প্রধান সমন্বয়কারী, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান।