এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃওর্য়াড ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আদমদীঘি আইপিজে স্কুল মাঠে নূরানী ফুটবল একাডেমীর আয়োজনে ফাইনাল খেলায় আদমদীঘি সদর ইউনিয়নের ২নংওর্য়াড(জিনইর)কে ০-২ গোলে হারিয়ে ৩নং ওর্য়াড(আদমদীঘি সদর) বিজয়ী হয়। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার.সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক
সুমিনুর ইসলাম,সদর ইউনিয়ন আ’লীগের সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।