এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :




বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬তম জন্মদিবস আদমদীঘি উপজেলা ছাত্রলীগের আয়োজনে পালিত হয়েছে। বুধবার বাদ আছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ কামনা করে বাবা আদম (রঃ) মাজার ও মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় আনন্দ র‍্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা আরেফিন খান তনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মনজু আরা বেগম, সাধারন সম্পাদক সালমা বেগম চাঁপা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি এ্যাড. ওয়াহেদুজামান, সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদুর রহমান, কামরুল ইসলাম বুলু, ছাত্রলীগ নেতা রবিন, শাকিব, পলাশ প্রমুখ। পরে কেক কর্তন করে শেখ হাসিনার জন্মদিবস উদযাপন করা হয়।