সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সপ্তম পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান অদ্য ২৮ আগষ্ট, ২০২২ খ্রিঃ রোববার রেডিসন ব্লু, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণপদ রায় , বিপিএম(বার), পিপিএম(বার)। উপস্থিত ছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদ চেয়ারম্যান জনাব নাদের খান এবং স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ড . রবিউল হোসেন।
স্কুলের নেতৃস্থানীয় সিনিয়র শিক্ষার্থীদের দায়িত্বভার ও পদবি অর্পণের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান ছিল আজ। এ দায়িত্বভার ও কর্তৃত্ব প্রদানের দিনটি শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপন শক্তি - সম্ভাবনার উদ্ভাবন ও বিকাশ , সৃজনশীল নেতৃত্ব , সংবেদনশীল ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের সমুজ্জ্বল প্রকাশে এরা হবে সাইডার এবং জাতির পথনির্দেশক। সাড়ম্বরপূর্ণ এ আয়োজন ছিল প্রাণোচ্ছ্বল ও উৎসাহব্যঞ্জক ।
অনুষ্ঠানে উপস্থিত গুণী অতিথিদের ফুল ও আলোয়ান দিয়ে সম্মান জানানো হয় । স্কুল অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী স্বাগত ভাষণ দিয়ে সবাইকে অভ্যর্থনা জানান । এসময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় তরুণ নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদেরকে নিষ্ঠা , আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে অর্পিত দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন নতুন প্রজন্মের এ যোগ্য সন্তানেরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে তাদের মেধা ও নিষ্ঠার সর্বোত্তম প্রয়োগ ঘটাবে ।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের ছাত্র , শিক্ষক , স্টাফ , অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান ২০২২
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:৩২ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

সাফারি পার্কে ‘বেলকলি’র পরিবারে নতুন অতিথি ‘আনারকলি’

পর্যটকদের জন্য উম্মুক্ত হলো সুন্দরবন

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন

গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নওগাঁয় নৌকা বাইচ প্রতিযোগিতা

আদমদীঘির, শাঁওইল হাটবাজারে শীতবস্ত্র বেচাকেনা জমতে শুরু করেছে

বগুড়ার 'আমরা ক'জন' শিল্পী গোষ্ঠীর বছরব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন

২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২ সমাপ্ত

তুলনাহীন বীভৎসতা -জাকিয়া রহমান