এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ক্রীড়া সংস্থার ও পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের আয়োজনে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরী এন্ড মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি,উপজেলা পরিষদের সদস্য আইয়ুব আলী তরফদার, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল,পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুন জিয়াউল হক রতন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ফুটবল প্রেমী হাজারো দর্শক উপস্থিত ছিলেন। খেলায় শিবগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ধুনট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।পরে অতিথিবৃন্দ ফাইনাল খেলার অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।