(৩০ মার্চ রবিবার ) সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতর এর ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, নিমাইদীঘি গ্রামে বিশিষ্ট বেতার শ্রোতা বন্ধু DX-er এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এর পক্ষ থেকে ৫০ জন অসহায় ও গরিব পরিবারের মাঝে সেমাই, লাচ্ছা, সয়াবিন তেল, চিনি, ছোলা বুট, এবং শাড়ি, লুঙ্গি ঈদ উপহারসামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে।   বগুড়া জেলার বিশিষ্ট বেতার শ্রোতা এবং সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক এর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এবং newyorkbangla.com এর সম্পাদক, বিশিষ্ট ব্রডকাস্টার, সাবেক ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা, এবং বিশিষ্ট কবি আকবর হায়দার কিরন এবং সুদূর আয়ারল্যান্ডের বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবিকা জাকিয়া রহমান এর অর্থায়নে, উপরোক্ত ঈদ উপহার সামগ্রী অত্র এলাকার ৫০ জন গরিব এবং অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।   এসব উপহার পেয়ে গরীব অসহায় মানুষেরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। যেন আগামীতেও এ ধরনের যেন ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকে।