খোন্দকার এরফান আলী বিপ্লব:
দেশের একজন জনপ্রিয় নির্মাতা এইচ এম পিয়াল। মডেলিং শিল্প থেকে ফ্যাশন শো, নাটক, বিজ্ঞাপনচিত্র নির্মাণ সবকিছুতেই যেন তিনি সিদ্ধ হস্ত, সুনিপুণ কারিগর। বিনোদন সাংবাদিকতায়ও যার রয়েছে সুখ্যাতি। এরই মধ্যে তিনি আবারো নিজেকে তুলে ধরেছেন নাট্য পরিচালক হিসেবে। নির্মাণ করে চলেছেন একটি মেগা ধারাবাহিক নাটক। নাটকটির নাম "ব্যাচেলর প্রো ম্যাক্স।"আসছে ঈদে দম ফাটানো হাসির নাটকটি নিয়ে দর্শকদের চমকে দিতে হাজির হচ্ছেন তিনি। ইতোমধ্যে রাজধানীর মিরপুর ও সাভারের গুরুত্বপূর্ণ লোকেশনে নাটকটির বেশ কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। সম্পাদনার কাজও চলছে পুরোদমে। নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পিয়াল নিজেই। ডিওপি হিসেবে দায়িত্ব পালন করছেন ইরকে মানিক। একই সাথে সম্পাদনা ও কালার গ্ৰেডিংয়ের কাজও করছেন মানিক। প্রকাশ করা হয়েছে নাটককের শিল্পীদের নিয়ে একটি দৃষ্টিনন্দন পোষ্টার। ঢাকা মডেল এজেন্সি'র কর্ণধার এই পিয়াল জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদের চাঁদ রাতে ঢাকা মডেল এজেন্সি'র ড্রামা চ্যানেলে নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। নাটকটি দর্শকদের জোগাবে পরিপূর্ণ বিনোদন ও হাসির খোরাক।
নাটক প্রসঙ্গে পিয়াল বলেন,"আজব একটি শহর ঢাকা। ইট, পাথর ও লাল,নীল, মাল্টিকালার বাতির শহর ঢাকায় মানুষের জীবন যেন চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ,যেন 'ইটের পর ইট মধ্যে মানুষ কীট'।এই চার দেয়ালের মধ্যেই বিভিন্ন বাসা ও মেসে কত মানুষের গাদাগাদি বসবাস।রুটি ও রুজির টানে গ্ৰাম থেকে হতভাগা মানুষ ছুটে এসে আশ্রয় খোঁজে কোন মেসে।তেমনি একটি মেসের গল্পকে উপজীব্য করে নির্মিত নাটক "ব্যাচেলর প্রো ম্যাক্স।" মেস জীবনের পূর্বাপর বিচিত্র ও অজানা সব ঘটনাবলী নিয়ে এগিয়ে যাবে নাটকটির বিভিন্ন পর্ব। নাটকটির বিশেষ লক্ষণীয় দিক হচ্ছে গল্পকে বাস্তবিক রাখার জন্য অতিরিক্ত মেকআপ ও প্রপস ব্যবহার করা হয়নি। এছাড়াও জনপ্রিয় এক্টরের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেয়া হয়েছে। নতুন মুখ থেকেও ভালো এক্টর তৈরি হবে এটা আমার প্রত্যাশা। তবে নাটকটিতে পেশাদারিত্বের জায়গা থেকে বিন্দুমাত্র ছাড় দেয়া হয়নি।"
নাটকের পুরো আয়োজনের কারিগরি সহযোগিতায় ইভেন্ট এশিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় পাক্ষিক আনন্দ বিনোদন। নির্মাতা এইচ এম পিয়াল মজা করে আরো বলেন,"নাটকটি প্রকাশের পর এক্টর মাহবুব দাদা ভাই,এএসএম সুমন, খোন্দকার এরফান বিপ্লব, মুন্না অনিক, ইমরান নায়ক, রিমন সোহেল,সিমান্ত, তানিশা শিলা, জান্নাত, সানজানা, জ্যোতি ইসলাম, আসিফ খান, মিজান, আনোয়ার,মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক মিজানুর রহমান জাহাঙ্গীর ও শিশু শিল্পী মাষ্টার তিমনসহ আরো অনেকে শিল্পীর মজার অভিনয় দেখতে ঈদ পর্যন্ত একটু অপেক্ষা তো করতেই হবে। তখন দর্শকেরা নিশ্চয়ই টান টান উত্তেজনা আর উচ্ছ্বাসে হারিয়ে যাবে হাসি ও বিনোদনের এক স্বর্গ রাজ্যে।"