জাকিয়া রহমানের দুই কাব্যগ্রন্থ'র পোস্টার জাকিয়া রহমানের দুই কাব্যগ্রন্থ'র পোস্টার এবারের বইমেলায় জাগতিক প্রকাশন থেকে এসেছে কবি জাকিয়া রহমানের দুটি কাব্যগ্রন্থ ‘স্বপ্নের আঙিনা’ ও ‘নীলাম্বরীর ছায়ে’। এছাড়াও তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ ‘ভাবনায় রক্তকাঞ্চন’ আসবে অচিরেই। কাব্যগ্রন্থ ‘স্বপ্নের আঙিনা’ নিয়ে কবি জাকিয়া রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘‘আশা‘ই মানব জীবনের চালক আর সেটা স্বপ্ন থেকে উদ্বুদ্ধ। স্বপ্ন ভেঙে যায় তবুও মানুষ স্বপ্ন দেখে। এমনি হাজার হাজার স্বপ্ন মানুষের মানস-আঙিনায় জন্মায় আর উধাও হয়ে যায়। কোন কোন স্বপ্ন আশার সীবন মনে গভীরভাবে খচিত করে দেয় অনুভব। সে অনুভূতি মনের মাঝে অনুবিদ্ধ হয়ে রয় চিরকাল। স্বপ্ন আশার বৃক্ষ অনেকের জীবনে শাখার পল্লবে ভরে ওঠে তবুও মানুষের জীবনে কিছু না পাওয়ার বা হারানোর ব্যথা পূর্ণ প্রাপ্তি ফল কখনোই ফলায় না। এই সব দর্শনকে কেন্দ্র করে কিছু অনুভবের কবিতার আলাপন এই কাব্য গ্রন্থে সমাবেশিত হয়েছে।’’ ছড়া ও কবিতার বই ‘নীলাম্বরীর ছায়ে’ নিয়ে তিনি বলেন, ‘এই বইটি কিশোর ও নবীন-তরুণদের জন্য রচিত হলেও আমরাও এ দলে যোগদান করতে পারি। বইটি কিশোর ও তরুণদের জন্যে শিক্ষামূলক। কোন ভূত কি আগড়ুম বাগরুম ছড়া নয়। সব পঙক্তিতেই রয়েছে কিছু শেখার জানার। আমার প্রয়াস একটি বিবেকবান পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি। বইটিতে ছড়া /কবিতাগুলি চারটি পর্বে বিভক্ত- ১. মজার ছড়া, ২. সামাজিক চেতনা, ৩. মানবাধিকার, ৪. পরিবেশ সচেতনতা ও ৫. বিজ্ঞান।’ বইগুলো পাওয়া যাবে ৫৫১ ও ৫৫২ নম্বর স্টলে।
কবি জাকিয়া রহমান জাকিয়া রহমান স্বাধীনতার পরপরই ইউরোপে পাড়ি জমান। সেখানে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন দীর্ঘকাল। পেশাগত ব্যস্ততার জন্য ছাত্রবেলার লেখিলেখিতে ভাটা পড়ে। কিন্তু অবসর জীবনে আবারও লেখার তাগিদ অনুভব করেন। তিনি মূলত কবিতাই লেখেন। এ পর্যন্ত তার একক তিনটি ও সমন্বিতভাবে বেশকিছু কাব্যগ্রন্থ প্রকাশিত করেছে। ভারত থেকে বেরিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কবিদের সঙ্গে ইংরেজি কবিতার বই। তিনি বর্তমানে নিজের লেখা বাংলা কবিতাগুলোর ইংরেজি অনুবাদ করছেন। সেগুলোও সামনে বই আকারে প্রকাশের ইচ্ছে তার।