কবিতা কেন লিখি
জাকিয়া রহমান
কবিতা কেন লিখি?
তার জবাব আমার জানা নেই।
শুধু জানি অহর্নিশ,
ভাবনার সাগরে খুঁজে পাই খেই।
আমার মনের ভাবনা
বর্ণের পঙক্তি মালায় হয়ে রচিত-
ভরায় আকুল হৃদয়ে,
তৃপ্তি ছোঁয়া আমি যবে পিপাসিত।
কবিতা আনে মনে,
কি এক মধুর সুরের নিমগ্ন জোয়ারে-
আলো দীপ্ত জলকণার
মতো বিচ্ছুরিত হয় ভাবের লহরে।
বর্ণের পর বর্ণে গাঁথে,
আমার মানসে প্রণীত ভাবের নির্যাস।
কখনও বিলাস সুখের,
কখনও অশ্রু বিষাদে ছায়ার আভাস।
যখন অনাচার আসে,
কবি হৃদয়ে জাগে বিদ্রোহী দ্বন্দ্ব।
ঝরে রক্ত কলমে,
অনাসৃষ্টি মুছে দিতে জাগে ছন্দ।
সে কলমেই ধরা দেয়,
প্রেমের গীতিমালা অক্ষরের জাদুতে।
অনুরাগে দিবারাত,
সাজে বর্ণমালায় প্রেমের কবিতাতে।
জাগায় প্রকৃতির মায়া,
সবুজ সুন্দরতা এক ঘনীভূত শরাব।
আকাশ, মেঘ, সাগর রঙে-
কবিতা বর্ণে আঁকে জীবন্ত খোয়াব।