*ঘুরে দাঁড়াবার সময় এখন*


ডক্টর প্যামেলিয়া রিভিয়ের


ভোরের প্রার্থনার আগে,
আমার ক্লান্ত, ক্ষুধার্ত, নিষ্পাপ শিশুরা ঘুমিয়ে পড়েছিলো!
রমজানের শেষরাতের খাবার না খেয়ে,
ওরা আজ চিরতরে, কালঘুমের অন্ধকারে, ডুবে গেলো,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই, ওই নরপশুদের কাছে!

নরপশুদের বোমার আঘাতে,
তাদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপের নিচে!
ভোরের আজান ধ্বনি ঘোষণা দিলো,
ঘুমের চাইতে নামাজ উত্তম, তবু ওদের ঘুম ভাঙলোনা,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই, ওই নরপশুদের কাছে!

কখনো ওরা আমার শিশুদের আকাশ বোমা বর্ষণ করে
দ্রুততম গতিতে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়!
আমি নতজানু হয়ে যাই পাথুরে মাটির উপর,
আমার শিশুর শেষ শয্যার জন্য আমি এলোপাথাড়ি মাটি খুঁড়তে থাকি!
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই ওই নরপশুদের কাছে!

কখনো ওরা আমার কন্যাদের ধর্ষণ করে,
বাতাসে আমার কন্যাদের আর্তি গুমরে কাঁদে!
শুধু শেষ মিনতি আর আর্তচিৎকার ভেসে থাকে,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই ওই নরপশুদের কাছে!

আমি আমার কন্যা শিশুদের বাঁচাতে পারিনি,দুচোখ শুষ্ক, জ্বলে উঠে বেদনায়!
ধরণীকে চিৎকার করে বলি,
আমাকে তার অন্ধকার গহব্বরে লুকাতে,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই, ওই নরপশুদের কাছে!



ওই নরপশুগুলু দিন রাত ৭৫০০০ টন বোমা ফেলে,
আমার ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে মাটির সাথে!
ওরা আমার জলপাই বাগান পুড়ে ছারখার করে দিয়েছে,
আমি বারবার পরাজিত হই নরপশুদের কাছে!

কখনো ওরা আমার দেশের স্বাধীনতা বিক্রি করে দেয়,
কখনো ওরা আমার দেশের স্বাধীনতা কিনে নেয়,
কখনো ওরা আমার ভাষা কেড়ে নেয়,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই ওই নরপশুদের কাছে,

কখনো ওরা আমার জাতীয় সংগীত বদলে দেয়,
কখনো ওরা আমার পতাকা ছিন্ন করে ফেলে,
কখনো ওরা মানচিত্র বদলে দেয়,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই, ওই নরপশুদের কাছে!

কখনো ওরা আমার বাড়িঘর দখল করে নেয়,
কখনো ওরা আমাকে বিতাড়িত করে আমার জন্মভূমি থেকে,
কখনো ওরা আমার বাবা, মাকে, বন্দী করে নির্যাতন ঘরে নিয়ে যায়,
আমি বারবার, বারবার পরাজিত হয়ে যাই, ওই নরপশুদের কাছে!

কখনো ওরা আমার ভাই, বোনদের বন্দী করে কারাগারে নিয়ে যায়,
কখনো ওরা আমার স্বামী, সন্তানদের বন্দিশালায় ধরে নিয়ে যায়!
তারা সবাই একদিন ধূসর লাশ হয়ে ফিরে,
আমি প্রতিদিন প্রতিরাতে,বারবার পরাজিত হয়ে যাই, ওই নরপশুদের কাছে!

কখনো ওরা আমার পোশাক নির্ধারণ করে দেয় আমি রমণীয়া তরুণী বলে!
আমি আর কতবার নতজানু হবো ওই পশুদের কাছে,
আর ঘুমিয়ে থেকোনা উঠে দাড়াও, ঐসব নরপশুদের বিরুদ্ধে,
ভয় পেওনা আমার সাহসী সন্তানেরা, ওদের ত্রুর হুঙ্কারে!

বজ্রধ্বনি তুলো অন্যায় আগ্রাসন, শোষণ, ধর্ষণ গণহত্যার বিরুদ্ধে!
আমাকে আর যেনো নতজানু হতে না হয়,
সাহস কর, আমার নির্ভীক বীর, যোদ্ধা সন্তানেরা,
তুমাদের ঘুরে দাঁড়াবার সময় এখন!


Dr. Pamelia Riviere is a freelance writer and analyst.