[ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের সোনার মেয়েরা ভুটানকে পরাজিত করেছিলো ৮-০ গোলে। সেমিফাইনালে উঠেছিলো ভারতকে ৩-০, পাকিস্তানকে ৬-০, মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে। এবং ফাইনালি, ফাইনালে নেপালকে ৩–১ গোলে পরাজিত করে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলো বাংলাদেশ। শাবাশ বাংলাদেশের নারী ফুটবল দল! চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনসহ সোনার মেয়ে সাবিনা, কৃষ্ণা, শামসুন্নাহার, মারিয়া, শিউলি, সানজিদা, তহুরা, মার্জিয়া, সাজেদা, আঁখি, স্বপ্না, মাসুরা, রূপনা, মনিকা, নীলুফার, আনাই এবং আনচিং-এর জন্যে অনেক অনেক ভালোবাসা। ] শাবাশ সোনার মেয়ে লুৎফর রহমান রিটন শাবাশ মেয়ে শাবাশ বিশ্বটাকে এমনি করেই পায়ের নিচে দাবাস। লাল সবুজের ওই পতাকায় লাগলো নতুন হাওয়া, তোদের সঙ্গে ফের হলো আজ 'সোনার বাংলা' গাওয়া। ও সাবিনা কৃষ্ণা রানী, শামসুন্নাহার আয়-- ফুটবল আজ নৃত্য করুক তোদের রাঙা পায়। বিশ্ববাসী আজকে দেখুক অবাক চোখে চেয়ে বাংলাদেশের বাঘিনীরা সত্যি সোনার মেয়ে। বাংলাদেশের ফুলগুলো আজ ফুটলো তোদের তরে বাংলাদেশের পাখিরা আজ গাইছে সমস্বরে-- 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'... টেকনাফ টু তেঁতুলিয়া সবার মুখে হাসি। অটোয়া ২০ সেপ্টেম্বর ২০২২